ক্যাটরিনার ফিডব্যাকেই চলছে ভিকির সিনেমা?

ডেস্ক রিপোর্ট

৩০ জুন ২০২৫

ক্যাটরিনার ফিডব্যাকেই চলছে ভিকির সিনেমা?

বলিউড অভিনেতা ভিকি কৌশল ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফের রসায়ন প্রায়ই ভক্ত-অনুরাগীদের আলোচনার কেন্দ্রে। এ মুহূর্তে বিনোদন জগতের বলি ইন্ডাস্ট্রিতে অন্যতম ‘পাওয়ার কাপল’ এ দম্পতি।

মানুষ হিসাবে বিনয়ী হওয়ার পাশাপাশি কাজের প্রতি ক্যাটরিনার নিষ্ঠাও মুগ্ধ করেছে ভিকিকে। বলিউডের প্রথম সারির অভিনেত্রী হয়েও কীভাবে সাধারণ জীবনযাপন করতে হয়, তাও ভিকি শিখেছেন ক্যাটরিনার কাছ থেকে।

এ দম্পতির ভালোবাসার সঙ্গে মিশে আছে খুনসুটি আর একে অপরের প্রতি অগাধ সম্মান।

দুজনেই নিজেদের সম্পর্ক নিয়ে বেশ খোলামেলা। বিভিন্ন সাক্ষাৎকারে ভিকি বহুবার স্ত্রী ক্যাটরিনার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। একইভাবে ক্যাটরিনাও ভিকি এবং তার পরিবারের ভূয়সী প্রশংসা করতে ভুলেন না।

সম্প্রতি ইন্ডাস্ট্রিতে ১০ বছর পূর্ণ করেছেন ভিকি কৌশল। এ উপলক্ষে কারিনা কাপুর খানের পডকাস্ট শোতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। সেখানে কারিনা ভিকির কাছে জানতে চান তার অভিনীত সিনেমা দেখে ক্যাটরিনা কেমন রিভিউ দেন?

উত্তরে ভিকি বলেন, ‘ক্যাটরিনা আমার সব কাজ খুব খুঁটিয়ে দেখে। দর্শক হিসেবে ফিডব্যাক দেয়। আমিও ক্যাটরিনার কাছে অভিনয় সম্পর্কিত নানা বিষয় জেনে নিই।’

ভিকির কথা শুনে কারিনা জানান, তিনি ও সাইফ আলি খান একে অপরের কাজের ভুলত্রুটি নিয়ে আলোচনা করেন। তাদের ক্ষেত্রে একজনের সিনেমা মুক্তি পেলে অন্যজন সেটা দেখে ফিডব্যাক দেওয়াটা যেন একটা নিয়মে পরিণত হয়েছে।

তবে, সাইফ-কারিনার সঙ্গে ভিকি-ক্যাটরিনার ব্যাপারটা কিছুটা আলাদা। এক্ষেত্রে দুজনের সমান অংশগ্রহণ নেই। ভিকি ক্যাটরিনার কাছ থেকে ফিডব্যাক চাইলেও ক্যাটরিনা নাকি কখনও এ কাজটি করেন না।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১