এসির যে মোডে বর্ষা আরামদায়ক ও খরচ কমাবে

ডেস্ক রিপোর্ট

০২ জুলাই ২০২৫

এসির যে মোডে বর্ষা আরামদায়ক ও খরচ কমাবে

তীব্র তাপপ্রবাহে জনজীবন অতিষ্ঠ। মাঝে-মধ্যে বৃষ্টি কিছুটা স্বস্তি দিলেও রোদের তেজে আবারও গরম অবস্থা। গরমে ভোগান্তি কমাতে এসি ব্যবহার করছেন অনেকে। তবে কখন কোন মোডে এসি চালাবেন এ ব্যাপারে হয়তো খুব বেশি মানুষ মাথা ঘামান না।

এসির মোড আপনার বিদ্যুৎ সাশ্রয় করতে পারে। সেই সঙ্গে এসিও ভালো থাকবে দীর্ঘদিন। তবে জেনে রাখা ভালো বর্ষায় এসির মোড কত রাখলে সুবিধা।

এদিকে বৃষ্টির সময়ও গরম থেকে রেহাই নাই। এ সময় এক বিশেষ মোডে এসি চালানো দরকার। আসলে বৃষ্টি-বাদলার দিনে ড্রাই মোডেই এসি চালানো উচিত। যাতে আর্দ্রতার পরিমাণ কিছুটা হলেও কমানো যায়। শুধু তাই নয়, এ সময় ড্রাই মোডে এসি চালালে বিদ্যুতের বিলের বোঝাও অনেকটা কমানো যাবে।

কারণ এসির ড্রাই মোড বাতাস থেকে আর্দ্রতা দূর করে। সেই সঙ্গে তাপমাত্রা খুব বেশি না কমিয়েও জায়গাটিকে আরামদায়ক করে তোলে। আর ড্রাই মোডে এসি চালালে কম্প্রেসারের ওপর কম লোড বা চাপ পড়ে, যা শক্তি সাশ্রয় করে।

এসির ড্রাই মোড মূলত ডি-হিউমিডিফায়ার হিসেবে কাজ করে; যা বাতাস থেকে আর্দ্রতা দূর করার ওপর মনোনিবেশ করে। আর ঘরের মধ্যে আরামদায়ক তাপমাত্রা বজায় রাখে। আর বাতাসে আর্দ্রতা কম থাকলে বাতাস ঠান্ডা করার জন্য এসিকে তেমন পরিশ্রম করতে হয় না।

এছাড়া এ প্রক্রিয়ায় বিদ্যুৎ খরচ কমতে পারে। কারণ এক্ষেত্রে কম্প্রেসারকে ঘন ঘন বা তীব্রভাবে কাজ করতে হয় না। আবার আর্দ্রতা বেশি হলে বাতাস চিটচিটে এবং অস্বস্তিকর হয়ে উঠতে পারে। আর এসির ড্রাই মোড বাতাসের অতিরিক্ত আর্দ্রতা দূর করে তা কমাতে সাহায্য করে। ফলে ঘরের পরিবেশ আরও মনোরম হয়ে ওঠে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১